Siliguri News: বৃদ্ধ থেকে বিশেষভাবে সক্ষমদের টিকাকরণ কর্মসূচি

Bangla Digital Desk | News18 Bangla | 01:32:23 PM IST Nov 16, 2021

#শিলিগুড়ি: শিলিগুড়ি পুরনিগমের সহযোগিতায় এবং 'উত্তরের স্পন্দন' স্বেচ্ছাসেবী সংস্থার ব্যবস্থাপনায় ১৮ বছরের ঊর্ধ্বে সকল নাগরিকদের টিকাকরণ কর্মসূচি পালন করা হয়। শহরের ৪ নং ওয়ার্ডের স্থানীয়দের নিয়ে দীনবন্ধু প্রাইমারী স্কুলে টিকাকরণ কর্মসূচির আয়োজন করা হয়। বয়স্ক ও বিশেষভাবে সক্ষম সহ সকল মানুষকে প্রথম ডোজ ও দ্বিতীয় ডোজ মিলিয়ে ৫০০-এর অধিক কোভিশিল্ডের ডোজ দেওয়া হয়। সংগঠনের সদস্যা সংগীতা মিত্র জানান, বৃদ্ধ থেকে বিশেষভাবে সক্ষম, গর্ভবতী থেকে অসুস্থ সকলেই এদিন তাদের এই শিবিরে টিকা গ্রহণ করে। প্রথম ডোজ গ্রহীতার সংখ্যাটাই বেশি। যারা প্রথম ডোজ এদিন নিলেন তাঁদের দ্বিতীয় ডোজের ব্যবস্থা নিয়েও ভাবনা চিন্তা চলছে সংগঠনের তরফে।

লেটেস্ট ভিডিও