Siliguri: তিন ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এল আগুন! ভস্মীভূত গোডাউন

Bangla Digital Desk | News18 Bangla | 09:57:06 AM IST Jan 12, 2022

শিলিগুড়ি:ভস্মীভূত হল অক্সিজেন সিলিন্ডারের গোডাউন। স্থানীয়রা ধোঁয়া দেখে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে, একটি সিলিন্ডার ফেঁটে যাওয়ায় আগুন ছড়িয়ে পড়ে। দমকলের তিনটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পৌঁছায় পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। ১০ নম্বর ওয়ার্ডের প্রত্যেক দলের ভোটপ্রার্থীরা ঘটনাস্থল পরিদর্শনে আসেন। জানা গিয়েছে, কেউ হতাহত হয়নি। উল্লেখ্য, সকালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল শিলিগুড়ি। শিলিগুড়ি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের মহাকালপল্লীর ঘটনা। সকালে শিলিগুড়ির মহাকালপল্লীর অক্সিজেন সিলিন্ডারের এক গোডাউনের অফিস থেকে গলগল করে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। এরপর তাঁরা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। চেষ্টায় বিফল হয়ে দমকল কেন্দ্রে খবর দেওয়া হয় তাঁদের তরফে। স্থানীয়রা দমকলে খবর দিলে দমকলের তিনটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার মানুষ সাতসকালে আগুন দেখে ছুটে আসেন। নিজেরা যখন আগুন নেভানোর চেষ্টা করেন, তখন গোডাউনে থাকা একটি অক্সিজেন সিলিন্ডার ফেঁটে যায়। এর ফলে আগুন অনেকটা ছড়িয়ে পড়ে। অন্যদিকে, এদিন সকালের এই অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই ওই ওয়ার্ডের বিভিন্ন দলের প্রার্থীরা ঘটনাস্থলে এসে পৌঁছান। এছাড়াও, খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ। পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ এসে চাঞ্চল্যকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

লেটেস্ট ভিডিও