Siliguri: করোনাক্রান্ত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের চিকিৎসক সহ একাধিক স্বাস্থ্যকর্মী!

Bangla Digital Desk | News18 Bangla | 11:29:34 AM IST Jan 06, 2022

শিলিগুড়ি: কলকাতার পর এবার করোনায় সংক্রমিত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যকর্মীদের একটা বড় অংশ। যারফলে উদ্বিগ্ন হাসপাতাল কর্তৃপক্ষ। যেকারণে হাসপাতালের চিকিৎসা পরিষেবা ভেঙ্গে পড়ার আশঙ্কা করছে বিশেষজ্ঞ সহ বিভিন্নমহল। এদিকে বিষয়টি প্রকাশ্যে আসতে চিন্তিত রোগী ও পরিজনরাও।যদিও পরিষেবা স্বাভাবিক রয়েছে এবং চিন্তার কোন বিষয় নেই বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে অন্তত ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছে৷যদিও ১৯ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক।যার মধ্যে শিশু বিভাগের বিভাগীয় প্রধান মধুমিতা নন্দী, রেডিওলজি বিভাগের এক চিকিৎসক,ফার্মেসি বিভাগের এক কর্মী, ১৪ জন এমএমবিবিএস পড়ুয়া,দুই জন নার্স ও ছয় জন পোস্ট গ্রাজুয়েটের পড়ুয়া আক্রান্ত হয়েছে।

লেটেস্ট ভিডিও