Jalpaiguri News: করোনার চোখরাঙানি কাটিয়ে জলপাইগুড়িতে ভ্রাতৃদ্বিতীয়া পালন

Bangla Digital Desk | News18 Bangla | 01:01:19 PM IST Nov 09, 2021

#জলপাইগুড়ি: কার্তিক মাসের শুক্লপক্ষেরর দ্বিতীয়ায় অর্থাৎ কালীপুজোর ঠিক দু'দিন পর বোন বা দিদিরা ভাই কিংবা দাদাদের ফোঁটার রীতি চলে এসেছে। সেই দৃশ্যই দেখা গেল চলতি বছরে জলপাইগুড়ির ঘরে ঘরে। শনিবার ভ্রাতৃদ্বিতীয়ার সকালে গোটা শহরের ভাইবোনেরা ভাইফোঁটায় মাতল। দিদিরা ভাইদের ফোঁটা দিয়ে তাদের দীর্ঘয়ু কামনা করে। সঙ্গে চলল মিষ্টিমুখ ও উপহারের পালা।

লেটেস্ট ভিডিও