Jalpaiguri: খুলছে বালাসনের বেইলি ব্রিজ! থাকছে বেশ কিছু বিধিনিষেধ 

Bangla Digital Desk | News18 Bangla | 09:41:14 AM IST Dec 03, 2021

ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি: দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে আজ অর্থাৎ শুক্রবার থেকে মাটিগাড়ার বালাসন নদীর সেতুর উপরে বেইলি ব্রিজ দিয়ে যান চলাচল শুরু হল। এতে খুশি শহরবাসী। অক্টোবরে বৃষ্টির জেরে বালাসন সেতু বসে পরে। এরপরই সেখানে বেইলি ব্রিজ তৈরির কাজ শুরু হয়। বৃহস্পতিবার রাতে সাংবাদিক বৈঠক করেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ কমিশনার গৌরব শর্মা। কমিশনার জানান, শুক্রবার দুপুর ১২টা থেকে বেইলি ব্রিজ দিয়ে চলাচল শুরু হবে। তবে বড় বাস, পণ্যবাহী ট্রাক, আর্মি ট্রাক, ডাম্পার, জেসিবি যেতে পারবে না বেইলি ব্রিজ দিয়ে। শুধুমাত্র ছোট গাড়ি, অটো, বাইক যেতে পারবে। যান চলাচলের উপর নজরদারি রাখতে সেখানে পুলিশ মোতায়েন থাকবে বলেও জানান কমিশনার গৌরব শর্মা।

লেটেস্ট ভিডিও