Chhat Puja: বৈকুণ্ঠপুর থারোঘাটি ছটঘাট কমিটি আয়োজন করলো ছটপুজোর !

Bangla Digital Desk | News18 Bangla | 06:04:12 PM IST Nov 11, 2021

#জলপাইগুড়ি: শিলিগুড়ি লাগোয়া ঘোঘোমালি এলাকায় থারোঘাটি ছটপুজো ঘাট কমিটি আয়োজন করল ছটপুজোর। ঘাটজুড়ে রীতিমত মেলার মত পরিবেশ তৈরি হয়েছিল। আট থেকে আশি, সবাই মেতেছেন এই উৎসবে। ছটপুজো কমিটির তরফে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।

লেটেস্ট ভিডিও