Jalpaiguri: সময়মতো চিকিৎসা না পেয়ে শ্বাসকষ্টে মৃত্যু ফুটপাতবাসীর

Bangla Digital Desk | News18 Bangla | 11:47:09 AM IST Jan 12, 2022

ভাস্কর চক্রবর্তী,জলপাইগুড়ি: ফের অকালে মৃত্যুর ঘটনার সাক্ষী রইল জলপাইগুড়ি। সময়মতো চিকিৎসা না পাওয়ায় প্রাণ হারাল ৪৪ বছর বয়সী এক ফুটপাতবাসী। এদিন সকালে শ্বাসকষ্টজনিত কারণে মৃত্যু হয় তাঁর বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি ২নং ঘুমটির জয়ন্তীপাড়া এলাকায়।সেখানেই এক দোকানের বারান্দায় নিজের মায়ের সঙ্গে থাকত। কাগজ, প্লাস্টিক কুড়িয়েই সংসার চলত দু'জনের।মৃত অবস্থায় রাস্তার ওপর দীর্ঘক্ষণ পরে থাকে দেহ। মৃতের নাম হাসমুল মহম্মদ (৪৪)। বেশ কয়েকদিন ধরেই তাঁর শরীর খারাপ ছিল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে অ্যাম্বুলেন্সের জন্য যোগযোগ করা হয়। কিন্তু আসতে দেরি হওয়ায় তাঁকে স্থানীয়রাই টোটোতে করে হাসপাতালে নিয়ে যেতে ওঠেন। কিন্তু টোটোতে তোলার পরই তাঁর মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা। এর আগেও অক্সিজেনের অভাবে রাস্তায় প্রাণ হারিয়েছেন জলপাইগুড়ির এক বাসিন্দা। এই অমানবিক ঘটনার সাক্ষী থাকল জলপাইগুড়ি। এদিনের ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়েও।

লেটেস্ট ভিডিও