Siliguri: বহুমূল্য প্রাচীন মূর্তি উদ্ধার, গ্রেফতার ২

Bangla Digital Desk | News18 Bangla | 11:31:53 AM IST Jan 14, 2022

শিলিগুড়ি: শিলিগুড়ি থেকে উদ্ধার হল বেআইনি মূর্তি। গোপন সূত্রের খবরের ভিত্তিতে এদিন বাগডোগরা থানার পুলিশ বাগডোগরা সংলগ্ন এক চা বাগান থেকে মূর্তিটি উদ্ধার করে। যার আনুমানিক মূল্য প্রায় ছয় কোটি টাকা। ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় দুজনকে। একজনের নাম মহম্মদ ইসমাইল বাপ্পা বাড়ি রাজগঞ্জের ভুন্দারুগছে।অপর জনের নাম অরুপ মণ্ডল বাড়ি হলদিবাড়িতে। ধৃতদের বিরুদ্ধে শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশের বাগডোগরা থানায় জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে।

লেটেস্ট ভিডিও