Birbhum News|| সিউড়ি শহরে ১৪ ফুটের জগদ্ধাত্রী প্রতিমা, দেখুন...

Bangla Digital Desk | News18 Bangla | 05:32:21 PM IST Nov 12, 2021

#বীরভূম: বীরভূমের সিউড়ি এবং তার পার্শ্ববর্তী এলাকায় যে সকল জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে তার মধ্যে সবচেয়ে বড় জগদ্ধাত্রী প্রতিমা হাটজানবাজার কলোনির ১৪ ফুটের জগদ্ধাত্রী প্রতিমা। এই পুজো গত চার বছর ধরে হয়ে আসছে। এখানকার পুজো সার্বজনীন। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর মতোই এখানে জগদ্ধাত্রী পুজো করা হয়ে থাকে। তবে জাঁকজমকে কখনোই তা চন্দননগরের মত নয়। এখানকার এই জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে প্রতি বছর বয়সে মেলা। এই বছরও ছোট করে মেলা বসানোর ব্যবস্থা গ্রহণ করেছে পুজো কমিটির সদস্যরা। বোলপুরে তৃণমূলের হরিনাম সংকীর্তন।

বীরভুমের বোলপুরের ৮ নম্বর ওয়ার্ডে বৃহস্পতিবার গোষ্ঠ উৎসবকে কেন্দ্র করে তৃণমূলের তরফ থেকে একটি কীর্তন গানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠান ২০১৫ সাল থেকে হয়ে আসছে। প্রথমদিকে এই কীর্তন গান একদিনের জন্য হলেও পরবর্তীকালে তা বাড়তে বাড়তে তিন চার দিনে এসে দাঁড়িয়েছে।

লেটেস্ট ভিডিও