জলমগ্ন হাওড়া ডুমুরজলার সামনের রাস্তা, ব্যস্ততম রাস্তায় জল জমায় ভোগান্তি সাধারণ মানুষের

Bangla Editor | News18 Bangla | 09:19:15 AM IST Jul 31, 2021

একটানা বৃষ্টিতে জলমগ্ন হাওড়া ডুমুরজলা ইনডোর স্টেডিয়ামের সামনের রাস্তা। কোথাও জল জমেছে গোড়ালি সমান , কোথাও বা জল জমেছে এক হাঁটু । জল জমা জায়গায় খারাপ হওয়া বাইক , শুকনো জায়গায় তুলে দিতে নেওয়া হলো ২০০ টাকা ! এমনটাই খবর সূত্রের।

লেটেস্ট ভিডিও