Municipal Election 2021|| পুর ভোটের প্রস্তুতি শুরু হতেই ভোট বয়কটের ডাক হাওড়ার ৪৬ নং ওয়ার্ডের বাসিন্দাদের

Bangla Digital Desk | News18 Bangla | 05:12:49 PM IST Nov 10, 2021

পুর ভোটের প্রস্তুতি শুরু হতেই ভোট বয়কটের ডাক দিল হাওড়ার ৪৬ নং ওয়ার্ডের বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গেছে জগাছা থানার উনসানি দক্ষিন পাড়া,লস্কর পাড়া,মীরপাড়া,মিস্ত্রী পাড়া,মল্লিক পাড়া এলাকার বহু মানুষের বসবাস হলেও মাত্র পাঁচ শতাংশ তপশিলী সম্প্রদায় । গত পঞ্চাশ বছর ধরে "সাধারণ" প্রার্থীদের জন্য আসনটি থাকলেও সম্প্রতি এই ওয়ার্ড টি তপশিলী সংরক্ষিত করা হয়। আসনটি ফের সাধারণদের জন্য সংরক্ষিত করার দাবিতে ভোট বয়কটের পোস্টার পড়লো ওই এলাকায়।

লেটেস্ট ভিডিও