Howrah News: বেলিলিয়াস পার্কে হেলে পড়ল নির্মীয়মান টাওয়ার, পরিদর্শনে পুরসভার আধিকারিকরা

Bangla Digital Desk | News18 Bangla | 02:00:26 PM IST Nov 23, 2021

মধ্য হাওড়ার টিকিয়াপাড়ায় বেলিলিয়াস পার্কে হেলে পড়লো একশো মিটার উঁচু নির্মীয়মান টাওয়ার । বিপদের সম্ভাবনা থাকায় ওই টাওয়ার পরিদর্শন করলো পুরসভার একটি বিশেষ প্রতিনিধি দল ।বেলিলিয়াস পার্কে তৈরি হওয়া অত্যাধুনিক বিনোদন পার্কে তৈরি হচ্ছে দেশের অন্যতম উঁচু টাওয়ার ।টাওয়ারের মাথায় থাকবে ঘূর্ণায়মান রেস্তোরাঁ । মাস দেড়েক আগে টাওয়ারটি সামান্য হেলে যায় । তার পরই পুরসভার প্রশাসকমন্ডলী সুজয় চক্রবর্তী-সহ প্রতিনিধি দল পরিদর্শন করে ওই টাওয়ার । যদিও টাওয়ার থেকে এখনই সেরম বিপদের কোনো সম্ভাবনা নেই বলেই জানালেন ওই নির্মীয়মান সংস্থার কর্ণধাররা ।

লেটেস্ট ভিডিও