আটটায় হাওড়া: করোনা আপডেট থেকে ভ্যাকসিনের লম্বা লাইন, দেখুন হাওড়ার সারাদিনের খবর

Bangla Digital Desk | News18 Bangla | 08:49:34 PM IST Apr 28, 2021

ভ্যাকসিন নেই। তাই আজ সকালে লিলুয়া আরবান প্রাইমারি হেলথ সেন্টারের বাইরে ঝুলিয়ে দেওয়া হল টিকাকরণ বন্ধের নোটিশ। প্রতিদিন প্রচুর সংখ্যক কর্মী কর্মী করোনা আক্রান্ত হচ্ছেন তাই কর্মী সংকটের জেরে, রেলওয়ের হাওড়া ডিভিশনে বেশ কয়েকটি প্যাসেঞ্জার ট্রেন সমেত প্রতিদিন বাতিল থাকছে 40 টিরও বেশি লোকাল ট্রেন। পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলওয়ের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। দেশজুড়ে লাফিয়ে লাফিয়ে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার ফলে আবারও লকডাউনের ভয়ে, তামিলনাড়ু, কেরালা থেকে হাওড়া স্টেশন, সাঁতরাগাছি স্টেশনে ফিরে আসছেন পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা। হাওড়ার যোগমায়ায় সরকারি স্বাস্থ্যকেন্দ্রের বাইরে সকাল থেকেই ভ্যাকসিন নেওয়ার লম্বা লাইন। ভ্যাকসিনের স্টক সীমিত থাকার জন্য এখানে প্রতিদিন 200 জনকে দেওয়া হচ্ছে ভ্যাকসিন। সকাল থেকে ৬ ঘণ্টারও বেশি সময় লাইনে দাড়িয়েও ভ্যাকসিন না পেয়েই বাড়ি ফিরে যেতে হচ্ছে অনেক প্রবীণ নাগরিককে। লাইনের মধ্যে বিশৃঙ্খলা এড়াতে মোতায়েন ব্যাঁটরা থানার পুলিশ। হাওড়া কোর্টে আইনজীবী ও কর্মচারীদের মধ্যে বাড়ছে করোনা সংক্রমণ। বর্তমানে কোর্টের ৯ জন আইনজীবী করোনা আক্রান্ত। তাই আগামী 7-ই মে অবধি কোর্ট বন্ধ রাখার নির্দেশ কোর্ট কর্তৃপক্ষের তরফ থেকে। একদিনে দেশে করোনা সংক্রমিত ৩,৬২,৯০২ জন। মৃত্যু ঘটেছে তিন হাজার, দুশো তিরানব্বই জনের। রাজ্যে গত 24 ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 16403 জন। মৃত্যু ঘটেছে 73 জনের। হাওড়ায় গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন 939 জন। করোনায় আক্রান্ত হয়ে, হাওড়ায় মৃত্যু ঘটেছে 8 জনের। আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়লেও, হাওড়ায় বেড়েছে সুস্থতার হারও।গত 24 ঘন্টায় হাওড়ায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন 613 জন। এই মুহূর্তে হাওড়ায় মোট অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা 5800। গতকাল বেলুড় স্টেশনে মাস্ক বিহীন রেলযাত্রীদের মধ্যে মাস্ক বিতরণ করা হলো রেলওয়ে জি.আর.পির তরফ থেকে। কোভিড সংক্রমণ এড়াতে ,আজ বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য হাওড়ার শ্যামপুর থানার অন্তর্গত সমস্ত গুরুত্বপূর্ন বাজারগুলি দুপুর ৩ টে থেকে বন্ধ রাখা হবে। হাওড়ার ডুমুরজলা এলাকায় গতকাল হনুমান জয়ন্তী উপলক্ষে আয়োজিত হলো হনুমান পূজো। মঙ্গলবার হনুমান জয়ন্তী উপলক্ষে, হাওড়া এসি মার্কেটের বিখ্যাত হনুমান মন্দিরে উপস্থিত হলেন উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী উমেশ রাই। করোনার করোনার দ্বিতীয় ঢেউয়ে মারা গেলেন হাওড়ার আরও এক চিকিৎসক, প্রবীণ স্ত্রীরোগ বিশেষজ্ঞ ড:প্রশান্ত মুখোপাধ্যায়। মৃত্যুকালে বয়স হয়েছিল 78 বছর। পুরো খবর জানতে দেখুন ভিডিও।

লেটেস্ট ভিডিও