Children's Day: শিশুদিবসে হাওড়া জেলার নানান চিত্র, দেখুন...

Bangla Digital Desk | News18 Bangla | 11:05:10 AM IST Nov 15, 2021

হাওড়ার বাগনান স্টেশনে পালিত হলো প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর জন্মদিবস ও শিশু দিবস। দেশের প্রথম প্রধানমন্ত্রীর ছবিতে মাল্যদানের মাধ্যমে দিনটি পালন করেন সংগঠনের সদস্যরা । পাশাপাশি রবিবার ছিল রসগোল্লা দিবসও । তাই বাগনান স্টেশনে থাকা দুঃস্থ শিশুদের রসগোল্লাও খাওয়ান ওই সংগঠনের সদস্যরা।

'দল থেকে বহিস্কার হয়েছি, সামাজিক কাজকর্ম থেকে নয়' হাওড়ায় শিশু দিবসে শিশুদের খাদ্য বিলি সুরজিৎ সাহার ।

লেটেস্ট ভিডিও