Howrah: শিবপুরের বিখ্যাত জহুরা কালী মাতার সকাল আরতি

Bangla Digital Desk | News18 Bangla | 10:18:26 AM IST Dec 28, 2021

হাওড়া: জহুরা মা,হাওড়া শিবপুরের অন্তর্গত অপ্রকাশ মুখার্জি লেনের শ্রী শ্রী জহুরা কালী মাতার সকালের নিত্যপুজো। মালদহের বিখ্যাত জহুরা কালির ন্যায় হাওড়ার এই মন্দিরে প্রতিদিন নিত্যপূজা সম্পন্ন হয়। নিত্যপূজার পাশাপাশি, প্রতি অমাবস্যায় মন্দিরে আয়োজন হয় বিশেষ পূজোর। স্থানীয়দের কাছে প্রায় 50 বছরের পুরনো এই মন্দির খুবই জাগ্রত। এছাড়াও হাওড়ার বহু দূর দূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের ভিড় হয় এই মন্দিরে। মায়ের আসল ভোগ হলো মান। এছাড়াও লুচি, ভাজা,ডাল, সুজি, খিচুড়িও মায়ের ভোগ হিসেবে দেওয়া হয়।

লেটেস্ট ভিডিও