Howrah- জেলার রাজনীতিতে বড়ো চমক, এবার হাওড়ায় তৃণমূলে যোগদান মমতা জয়সওয়ালের

Bangla Digital Desk | News18 Bangla | 05:37:34 PM IST Dec 10, 2021

#হাওড়া- প্রাক্তন সিপিআইএম নেত্রী ও হাওড়া পৌর নিগমের প্রাক্তন মেয়র মমতা জয়সওয়াল তৃণমূলে যোগদান করলেন। হাওড়ার শরৎ সদনে বঙ্গ-জননীর অনুষ্ঠানে এসে মন্ত্রী অরুপ রায়ের হাত ধরে তৃণমূলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। যোগদান পর্বে উপস্থিত ছিলেন সমবায়মন্ত্রী অরুপ রায়, সদর চেয়ারম্যান লগনদেও সিং, সদর তৃণমূলের সভাপতি কল্যাণ ঘোষ। এছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গ-জননীর রাজ্য সভানেত্রী মালা রায়, হাওড়া পৌর নিগমের পৌর প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ডাক্তার সুজয় চক্রবর্তী-সহ অন্যান্য নেতৃবৃন্দ।

লেটেস্ট ভিডিও