Howrah: ন'দিন ব্যাপী জগৎবল্লভপুর উৎসব শুরু

Bangla Digital Desk | News18 Bangla | 12:20:45 PM IST Dec 25, 2021

হাওড়া: জগৎবল্লভপুরে শুরু হল ন'দিন ব্যাপী জগৎবল্লভপুর উৎসব। প্রতি বছরই হাওড়া হুগলির বহু মানুষ একত্রিত হন এই জগৎবল্লভপুর উৎসবে। প্রয়াত বিধায়ক বিমান চক্রবর্ত্তীর উদ্যোগে শুরু হাওয়া এই উৎসব এই নিয়ে ১১ বছর ধরে চলছে। শুক্রবার এই উৎসবের শুভ সূচনায় উপস্থিত ছিলেন সংসদ কল্যাণ ব্যানার্জী, জগতবল্লভপুরের বিধায়ক সীতানাথ ঘোষ, বিধায়ক লাভলি মৈত্র-সহ অন্যান্যরা।

লেটেস্ট ভিডিও