Howrah- বিপর্যয় মোকাবিলায় পৌর এলাকায় প্রস্তুত ১২টি পাম্পিং স্টেশনের প্রায় ৪০টি পাম্প

Bangla Digital Desk | News18 Bangla | 12:08:58 PM IST Dec 06, 2021

#হাওড়া- ঘূর্ণিঝড়ের জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা হাওড়া শহরে। তাই দুর্যোগ মোকাবিলায় হাওড়া পৌরসভায়  খোলা হল চার চারটি কন্ট্রোল রুম। উপস্থিত ছিলেন হাওড়া পৌরসভার চেয়ারম্যান ডঃ সুজয় চক্রবর্তী, হাওড়া পৌরসভার কমিশনার ধবল জইন ও পুরসভার অন্যান্য কর্মীরা। যেকোনওরকম বিপর্যয় মোকাবিলায় প্রস্তুত পুরপ্রশাসন। একটানা বৃষ্টিতে যে সমস্ত ওয়ার্ডগুলি জলমগ্ন হবার সম্ভাবনা রয়েছে, সেখানে অতিরিক্ত পাম্প প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও বিপর্যয় মোকাবিলায় ১২টি পাম্পিং স্টেশনের প্রায় ৪০টি পাম্প প্রস্তুত রাখা হয়েছে। এরসঙ্গে নিচু যে সমস্ত এলাকায় জল জমতে পারে, সেই ওয়ার্ডগুলিকে চিহ্নিত করে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। এই জল জমা প্রবণ ওয়ার্ডগুলি হল ৭, ৮, ৯, ১৯, ২০, ২১ ও ৫০।

লেটেস্ট ভিডিও