ভ্যাকসিন নেই। তাই আজ সকালে লিলুয়া আরবান প্রাইমারি হেলথ সেন্টারের বাইরে ঝুলিয়ে দেওয়া হল টিকাকরণ বন্ধের নোটিশ। প্রতিদিন প্রচুর সংখ্যক কর্মী কর্মী করোনা আক্রান্ত হচ্ছেন তাই কর্মী সংকটের জেরে, রেলওয়ের হাওড়া ডিভিশনে বেশ কয়েকটি প্যাসেঞ্জার ট্রেন সমেত প্রতিদিন বাতিল থাকছে 40 টিরও বেশি লোকাল ট্রেন। পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলওয়ের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। দেশজুড়ে লাফিয়ে লাফিয়ে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার ফলে আবারও লকডাউনের ভয়ে, তামিলনাড়ু, কেরালা থেকে হাওড়া স্টেশন, সাঁতরাগাছি স্টেশনে ফিরে আসছেন পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা। হাওড়ার যোগমায়ায় সরকারি স্বাস্থ্যকেন্দ্রের বাইরে সকাল থেকেই ভ্যাকসিন নেওয়ার লম্বা লাইন। ভ্যাকসিনের স্টক সীমিত থাকার জন্য এখানে প্রতিদিন 200 জনকে দেওয়া হচ্ছে ভ্যাকসিন। সকাল থেকে ৬ ঘণ্টারও বেশি সময় লাইনে দাড়িয়েও ভ্যাকসিন না পেয়েই বাড়ি ফিরে যেতে হচ্ছে অনেক প্রবীণ নাগরিককে। লাইনের মধ্যে বিশৃঙ্খলা এড়াতে মোতায়েন ব্যাঁটরা থানার পুলিশ। পুরো খবর জানতে ভিডিও দেখুন উপরে।