Howrah: কটন মিল পুরোপুরি খোলার দাবিতে বিক্ষোভ কংগ্রেসের

Bangla Digital Desk | News18 Bangla | 09:47:28 AM IST Dec 01, 2021

হাওড়াঃ ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার অনুমোদিত যেসব জুট মিল গুলো আছে তাদের অবস্থা বর্তমানে মৃতপ্রায়। কিছু জুটমিল চললেও তাদের শ্রমিকরা পুরো বেতন পান না। সেরমই একটি জুটমিল হাওড়ার আরতী কটনমিল । কিছু শ্রমিক কাজ করেন কিন্তু তারা সঠিক বেতন পান না ।মাসে মাত্র ১৬ দিনের বেতন তারা পান। শ্রমিকদের সঠিক বেতন ও সঠিক কাজের দাবিতে আজ আরতি কটন মিলের গেটের সামনে হাওড়া জেলা মহিলা কংগ্রেসের সভাপতি শ্রাবন্তী সিং এর নেতৃত্বে একটি বিক্ষোভ সমাবেশ আয়োজিত হল ।

লেটেস্ট ভিডিও