Howrah News- শ্রমজীবী ক্যান্টিনের ৫০০ দিন পূর্তিতে হাওড়ায় এলেন পলিটব্যুরোর সদস্য বিমান বসু

Bangla Digital Desk | News18 Bangla | 08:36:45 PM IST Dec 27, 2021

#হাওড়া- করোনাকালে লকডাউন-এর সময়, শিবপুরের পিএম বস্তিতে একটি শ্রমজীবী ক্যান্টিন চালু করা হয়। সোমবার তার ৫০০ দিন পূর্ন হচ্ছে। সেই উপলক্ষে শিবপুর মোড়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে যোগ দেন সিপিআই(এম) পলিটব্যুরোর সদস্য বিমান বসু , পার্টির রাজ্য নেতা দীপক দাশগুপ্ত প্রমুখ। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া প্রায় ৩০০ র বেশী মানুষের হাতে প্রতিদিন এই ক্যান্টিন থেকে খাবার তুলে দেওয়া হয়।

লেটেস্ট ভিডিও