Howrah News- বাড়ছে চলন্ত ট্রেনে ওঠা নামার প্রবণতা, দুর্ঘটনা এড়াতে সচেতনতার প্রচার রামরাজাতলা স্টেশনে

Bangla Digital Desk | News18 Bangla | 02:01:06 PM IST Dec 10, 2021

#হাওড়া- জিআরপিএফের পক্ষ থেকে রামরাজাতলা স্টেশনে সেভ ড্রাইভ সেভ লাইফ সচেতনমূলক অনুষ্ঠান আয়োজিত হল। সারা বছরই জিআরপিএফ এইরকম নানান সচেতনমূলক কার্যক্রম করে থাকেন। অসচেতনতার জন্য মানুষ তাদের মূল্যবান জীবন হারাচ্ছেন। তার জন্যই জিআরপিএফ এর তরফ থেকে রামরাজাতলা স্টেশনে মানুষকে মাইক সহযোগে সচেতন করা হল।

লেটেস্ট ভিডিও