হাওড়ার হেডলাইনস: করোনার দ্বিতীয় ঢেউ কেড়ে নিল হাওড়ার আরও একটি ডাক্তারের প্রাণ!

Bangla Digital Desk | News18 Bangla | 08:47:23 AM IST Apr 28, 2021

গতকাল বেলুড় স্টেশনে মাস্ক বিহীন রেলযাত্রীদের মধ্যে মাস্ক বিতরণ করা হলো রেলওয়ে জি.আর.পির তরফ থেকে। কোভিড সংক্রমণ এড়াতে ,আজ বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য হাওড়ার শ্যামপুর থানার অন্তর্গত সমস্ত গুরুত্বপূর্ন বাজারগুলি দুপুর ৩ টে থেকে বন্ধ রাখা হবে।

হাওড়ার ডুমুরজলা এলাকায় গতকাল হনুমান জয়ন্তী উপলক্ষে আয়োজিত হল হনুমান পূজো। মঙ্গলবার হনুমান জয়ন্তী উপলক্ষে, হাওড়া এসি মার্কেটের বিখ্যাত হনুমান মন্দিরে উপস্থিত হলেন উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী উমেশ রাই।

করোনার করোনার দ্বিতীয় ঢেউয়ে মারা গেলেন হাওড়ার আরও এক চিকিৎসক, প্রবীণ স্ত্রীরোগ বিশেষজ্ঞ ড:প্রশান্ত মুখোপাধ্যায়। মৃত্যুকালে বয়স হয়েছিল 78 বছর। পুরো খবর জানতে দেখুন ভিডিও।

লেটেস্ট ভিডিও