হনুমান জয়ন্তী উপলক্ষে সেজে উঠেছে হাওড়ার কল্পনা সিনেমার নিকটের হনুমান মন্দির

Bangla Digital Desk | News18 Bangla | 04:49:02 PM IST Apr 27, 2021

ভ্যাকসিন সংখ্যা নির্দিষ্ট! তাই সকাল থেকেই হাওড়ার ধাপার মাঠ, ফোরসর রোড নিকটস্থ একাধিক সরকারী স্বাস্থ্যকেন্দ্রের বাইরে ভোরবেলা থেকেই দেখা যাচ্ছে প্রবীণ মানুষদের লম্বা লাইন।

হনুমান জয়ন্তী উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা জানালেন অরূপ রায় , রাজীব বন্দোপাধ্যায়ের মতো হাওড়ার হেভিওয়েট নেতারা।

আজ মঙ্গলবার, হাওড়ার মঙ্গলাহাটে, হাটের ভিড় এড়াতে ক্রমাগত মাইকিং চালানো হচ্ছে হাওড়া থানা ও হাওড়া সিটি পুলিশের তরফ থেকে। হনুমান জয়ন্তী উপলক্ষে হাওড়ার চিন্তমনি দে রোডের উপর অবস্থিত হনুমান মন্দিরে করোনা বিধি মেনে চলছে পূজো। পূজোর জন্য সেজে উঠেছে বঙ্গবাসী নিকটস্থ বিখ্যাত এই হনুমান মন্দির। হনুমান মন্দিরের ভিডিও দেখুন উপরে।

লেটেস্ট ভিডিও