দোল উৎসবের দিন প্রচারে বেরিয়ে রঙের খেলায় মাততে দেখা গেল প্রার্থীদের। আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল থেকে শুরু করে আসানসোল উত্তরের বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জি, আসানসোলের তৃণমূল প্রার্থী মলয় ঘটক, সবাইকে এদিন রঙের খেলায় মেতে উঠতে দেখা গিয়েছে। আসানসোল উত্তরে তৃণমূল প্রার্থী মলয় ঘটক নিজের কেন্দ্রের মানুষকে সুস্থ এবং শান্তিপূর্ণভাবে দোল উৎসব পালন করার বার্তা দিয়েছেন। অন্যদিকে বিশিষ্ট সমাজকর্মী সুদেষ্ণ ঘটক এর উদ্যোগে আসানসোল শহরে আয়োজন করা হয়েছিল একটি বিশেষ শোভাযাত্রার। আট থেকে আশি, এদিন প্রায় সকল আসানসোলবাসীকে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে দেখা গেছে। প্রতি বছরের মতো নীতি মেনে এ বছরেও এই শোভাযাত্রায় আয়োজন করা হয়েছিল। তবে এই শোভাযাত্রা আয়োজন করা হয়েছিল সম্পূর্ণ কোভিড বিধি মেনেই। সকাল-সকাল বস্তাভর্তি বোমা উদ্ধারকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কুলটি বিধানসভা কেন্দ্র। কুলটি বিধানসভার নিয়ামতপুরে একটি কারখানার পেছনে বস্তাভর্তি বোমা উদ্ধার হয়। এই খবর স্থানীয় মানুষজন এর মধ্যে ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশ এবং বোম্ব স্কোয়াডকে। পুরো জায়গাটিকে কড়া পুলিশি নিরাপত্তায় মুড়ে রেখে বোমা গুলিকে নিষ্ক্রিয় করেছেন বোম্ব স্কোয়াডের কর্মীরা।