খুশির ঈদের শুভেচ্ছাবার্তা জানালেন হাওড়ার রাজনীতির হেভিওয়েটরা

Bangla Editor | News18 Bangla | 08:11:18 AM IST May 14, 2021

আজ খুশির ঈদ। করোনা আবহে কোনো জাগজমক ছাড়াই হাওড়ার বিভিন্ন মসজিদে পালিত হচ্ছে পবিত্র ঈদ উৎসব। সমস্ত মুসলিম ধর্মানুরাগীদের সোশ্যাল মিডিয়ায় ঈদের শুভেচ্ছা জানালেন অরূপ রায়, রাজীব ব্যানার্জি, পুলক রায় , সাজদা আহমেদের মতো হাওড়ার রাজনৈতিক হেভিওয়েটরা। হাওড়া পৌরসভার কমিশনার পদ থেকে সরানো হলো অভিষেক তিওয়ারিকে , কর্পোরেশনের নতুন কমিশনার হতে চলেছেন ধবল জৈন। হাওড়া লিলুয়া এলাকায় বাড়ছে করোনা সংক্রমণ। গত কয়েকদিন ধরেই লিলুয়ার বিভিন্ন এলাকার, বহু মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। তাই বৃহস্পতিবার লিলুয়া বাজার ও সংলগ্ন এলাকা বালির বিধায়ক রানা চ্যাটার্জির উপস্থিতিতে স্যানিটাইজেশনের কাজ সম্পন্ন করা হলো। হাওড়া পুরসভার দায়িত্বে ফের প্রশাসক বোর্ড। ৭ সদস্যের এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন অরূপ রায়। রয়েছেন হাওড়া সদরের আরও চার বিধায়ক গৌতম চৌধুরী, রানা চ্যাটার্জি, মনোজ তিওয়ারি, নন্দিতা চৌধুরী। আর রয়েছেন সাংবাদিক বিশ্ব মজুমদার এবং হাওড়া জেলা সদরের তৃণমূল সভাপতি ভাস্কর ভট্টাচার্য। বৃহস্পতিবার কর্পোরেশনের যাবতীয় বিষয় সম্পর্কে আলোচনার জন্য বোর্ড সদস্যদের নিয়ে মিটিংও করেন বোর্ডের চেয়াম্যান অরূপ রায়। হাওড়ার আরো খবর জানতে ভিডিও দেখুন উপরে।

লেটেস্ট ভিডিও