করোনা পরিস্থিতির জেরে সরকারি স্বাস্থ্য বিধি মেনে মেদিনীপুরে পালিত হচ্ছে ঈদ

Bangla Editor | News18 Bangla | 08:30:30 AM IST May 14, 2021

করোনা পরিস্থিতির ফলে মেদিনীপুর শহরেঈদ উৎসব পালনে সামান্য হলেও ভাটা পড়লমুসলিম সম্প্রদায় ভুক্ত মানুষদের আনন্দে।কারণ একটাই সরকারি স্বাস্থ্য বিধি মানা।তারই মধ্যে মেদিনীপুর শহরের বিভিন্নমসজিদ গুলি সাজানো, মুসলিম এলাকা গুলোনানা রঙের আলো দিয়ে সাজানোর মাধ্যমেপালিত হচ্ছে এবারের ঈদ।

লেটেস্ট ভিডিও