গাইঘাটায় দুই নাবালিকার বিয়ে বন্ধ করল প্রশাসন

Bangla Editor | News18 Bangla | 05:06:49 PM IST Jul 03, 2021

রাতুল ব্যানার্জি, গাইঘাটা, উত্তর ২৪ পরগনা : বিয়ে বাড়িতে আত্মীয় স্বজনে ভরা। আসতে শুরু করেছে নিমন্ত্রিত অতিথিরা। সাজানো হয়েছে বিবাহের আসর। হঠাৎ ছন্দপতন বাড়িতে উপস্থিত পুলিশ এবং স্বয়ং জয়েন বিডিও। পরেই কারণ জানা গেল পাত্রীর যে ১৮ বছর হয়নি। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে গাইঘাটার জয়েন বিডিও ও পুলিশ প্রশাসন গুটরি এলাকায় প্রতাপ মন্ডল এর বাড়ি হানা দেয় প্রতাপ মন্ডল তার ১৭ বছরের নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল। প্রশাসনের উপস্থিতিতে মুচলেখা দিয়ে বিয়ে বন্ধ করে প্রতাপ মন্ডল। পরবর্তীতে গাইঘাটার দোগাছিয়াতে রাজু বাছারের মেয়ের বিয়ের অনুষ্ঠানে পৌঁছে গিয়েছে বর। বাড়িতে আত্মীয়-স্বজন ভরা হঠাৎ বাড়িতে হানা দেয় প্রশাসন। সেখানেও তার ১৭ বছরের নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছিল। পরবর্তীতে প্রশাসনের উপস্থিতিতে মুচলেখা দিয়ে বিয়ে বন্ধ করা হয়।

হাবরা, উত্তর ২৪ পরগনা : উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থানার ঝরঝরিয়াতলার বাসিন্দা তন্ময়  সরকার ৩২ নামে এক যুবক থেকে একটি চারচাকা গাড়ি ভাড়া করে বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার হাবড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, দেগঙ্গার বাসিন্দা বিশ্বনাথ ভট্টাচার্য নিজের চারচাকা টি ১৪ হাজার টাকা মাসিক ভাড়া বাবদ তনময় কে ভাড়া দেয়। কিন্তু, তিন মাস ভাড়া ঠিকঠাক দেবার পর তন্ময় আর গাড়িটিকে ফেরত দেয়নি ও ভাড়াও দেয় না। এরপর গত ২৮ তারিখ হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিশ্বনাথবাবু অভিযোগের ভিত্তিতে শুক্রবার বিকালে হাবরা ঝরঝরিয়া থেকে তনময় সরকারকে গ্রেফতার করে, অভিযুক্তকে আটক করার পর তন্ময় এর বয়ান অনুযায়ী  কল্যাণী পৌরসভা মোর এলাকা থেকে উদ্ধার হয়  চারচাকা গাড়িটি।  শনিবার অভিযুক্ত তন্ময় সর্কার বারাসাত আদালতে পাঠানো হবে।

আমডাঙ্গা, উত্তর ২৪ পরগনা : সকাল থেকেই আমডাঙ্গা গ্রামীন হাসপাতালে ভ্যাকসিন পেতে ঠেলাঠেলি মানুষের মধ্যে,আহত দুই মহিলা। অসুস্থ দুই মহিলা চিকিৎসাধীন আমডাঙ্গা গ্রামীন হাসপাতালে এর।ভ্যাকসিন দেওয়া হবে আজ আমডাঙ্গা গ্রামিন হাসপাতাল থেকে।মোট ৩০০টি ডোজ দেওয়া হবে প্রথম ও দ্বিতীয় মিলিয়ে।এই খবরি শোনা মাত্রই আমডাঙ্গার সাধারণ মানুষ শুক্রবার রাত থেকেই হাসপাতালে লাইন দিয়েছে।সকাল হতেই সেই মানুষের সংখ্যা আরও বাড়তে থাকে।তখনো হাসপাতালের গেট খোলেনি কিন্তু মানুষের ধাক্কাধাক্কি ঠেলাঠেলি শুরু হয়ে যায়।উত্তেজিত হয়ে পরে পুরুষ মহিলা উভয়ই,সেই ঠেলাঠেলিতেই অসুস্থ হয়ে পরে দুই মহিলা।আজ আমডাঙ্গা গ্রামীন হাসপাতালে করোনা টিকা কোভ্যাক্সিন দেওয়া হবে বলে গতকালই নোটিশ দেওয়া হয়,এই খবর শোনা মাত্রই রাত থেকেই একে একে মানুষ জমায়েত করতে থাকে হাসপাতাল চত্ত্বরে। ভোড় হতেই শুরু হয় আরও বেশি মানুষের ভির।তারপরেই ঘটে এই ঘটনা।তবে হাসপাতালের তরফে কোন সুব্যবস্থা করা হয়নি বলে অনেকেরই অভিযোগ।

লেটেস্ট ভিডিও