Chhath Puja 2021|| ঝাঁটা হাতে রাস্তা পরিষ্কার করে ছট পুজোয় সম্প্রীতির বার্তা টিটাগড়ে

Bangla Digital Desk | News18 Bangla | 01:21:33 PM IST Nov 11, 2021

#টিটাগড়: সর্ব ধর্মের মিলন ক্ষেত্র এই বাংলায় ছট পুজোয় সম্প্রীতির বার্তা টিটাগড়ের মুসলিম সম্প্রদায়ের মানুষের। মিনি ভারত বলে পরিচিত টিটাগড়ে বাস করেন সব ধর্মের মানুষ। এর মধ্যে হিন্দি ভাষাভাষী মানুষের বাস বেশি টিটাগড়ে। তাই এই এলাকায় ছট্ পুজোর জাঁকজমক একটু বেশি। এই পুজো উপলক্ষে বহু মানুষ গঙ্গায় যান সূর্য দেবের আরাধনা করতে। তাই ব্যারাকপুর পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য নৌসাদ আলমের উদ্দ্যোগে মুসলিম সম্প্রদায়ের মানুষের রাস্তায় নেমে ঝাঁটা হাতে রাস্তা ঝাঁট দিয়ে পরিস্কার করেন যারা ছট পুজোর জন্য গঙ্গায় যাবেন তাদের যাতে কোনও অসুবিধা না হয় এই উদ্যোগ বলে জানান নৌসাদ আলম।

লেটেস্ট ভিডিও