অবশেষে মিলল হিংলো নদীতে তলিয়ে যাওয়া মহিলার দেহ

Bangla Editor | News18 Bangla | 09:34:16 AM IST Aug 10, 2021

মাধব দাস, বীরভূম : গত রবিবার দুপুরবেলা দুবরাজপুরের লোবা গ্রাম পঞ্চায়েতের পলাশডাঙ্গা গ্রামের আঁকুড়ে পাড়ার নমিতা আঁকুড়ে নামে ৪২ বছর বয়সী এক মহিলা হিংলো নদীতে স্নান করতে নেমে তলিয়ে যান। ঘটনার পর থেকেই তাকে খুঁজে পেতে নামানো হয় বিপর্যয় মোকাবিলা দলের ডুবুরি থেকে স্পিড বোট। ২৪ ঘন্টার বেশি খোঁজাখুঁজির পর সোমবার বিকালের পর ওই মহিলার দেহ খুঁজে পাওয়া যায়। বীরভূম জেলা প্রশাসনের বিশ্ব আদিবাসী দিবস উদযাপন বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে সোমবার বীরভূমের মহঃবাজার থানার অন্তর্গত হরিণসিঙ্গা গ্রামে পালন করা হলো আদিবাসী দিবস। এদিন এই উৎসবে উপস্থিত ছিলেন জেলাশাসক বিধান রায়, ক্ষুদ্র, ছোট ও মাঝারি এবং বস্ত্র শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বীরভূম জেলার পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী, সাঁইথিয়া বিধানসভার বিধায়ক নিলাবতি সাহা সহ অন্যান্যরা। এদিন এই অনুষ্ঠানে আদিবাসী সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে আদিবাসী সম্প্রদায়ের আদিবাসী স্কুল থেকে কৃতি ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করা হয় এবং সবুজ সাথীর সাইকেল বিতরণ করা হয়। বিশ্ব আদিবাসী দিবসে অভিনব উদ্যোগ বোলপুরের প্রশাসনিক কর্তাদের সোমবার বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে বোলপুর ব্লকে বিশ্ব আদিবাসী দিবস পালন করার জন্য বৃক্ষরোপণ করা হয় বোলপুর ব্লকের প্রশাসনিক কর্তাদের তরফ থেকে। এর পাশাপাশি আদিবাসী সমাজের যুবক যুবতীদের জন্য প্রশাসনিক কর্তাদের একটি অভিনব উদ্যোগ নিতে দেখা গেল। যা হলো তাদের জন্য স্পেশাল কোচিং সেন্টারের ব্যবস্থা করা। যেখানে আদিবাসী যুবক যুবতীদের নিয়ে একটি বিনামূল্যে কোচিং সেন্টার চালু করা হয়। যে কোচিং সেন্টারে তাদের চাকরির ক্ষেত্রে সুবিধার জন্য কোচিং দেওয়া হবে। আপাতত ৩০ জন বেকার আদিবাসী যুবক যুবতীদের কোচিং দেওয়া হবে।

লেটেস্ট ভিডিও