মাধব দাস, বীরভূম : বীরভূমের (Birbhum Rampurhat) রামপুরহাট থানার অন্তর্গত ১৪ নম্বর জাতীয় সড়কের (National Highway) উপর অন্তর্গত মাঝখন্ড গ্রামের কাছে একটি খাবারের দোকানে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে একটি রড বোঝাই লরি (Road accident)। যে ঘটনায় মৃত্যু হয় একজনের এবং আহত হন চারজন। তীর ধনুক হাতে আদিবাসীদের পথ অবরোধ বোলপুরে বোলপুরের বোলপুর (Bolpur Santiniketan) থেকে ইলামবাজার যাওয়ার রাস্তায় মির্জাপুরের কাছে তীর ধনুক লাঠি নিয়ে পথ অবরোধ (Road Block) করেন স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। তাদের এই অবরোধের মূলে রয়েছে মির্জাপুর এবং কাশিপুরের বিবাদ। খোদ সিউড়ি শহরে স্কুল থেকে মিড ডে মিলের সামগ্রী চুরি খোদ সিউড়ি শহরে থাকা সিউড়ি চন্দ্রগতি স্কুলে মিড ডে মিল (Mid Day Meal) সামগ্রী চুরির অভিযোগ উঠলো। জানা গিয়েছে এদিন মাঝরাতে দুষ্কৃতীরা ওই স্কুলের মিড ডে মিলের সামগ্রী রাখা থাকে সেই রুমে তালা ভেঙে হানা দেয়। রান্নার গ্যাস সিলিন্ডার সহ বাসনপত্র তারা তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। যদিও এই ঘটনায় আওয়াজ শুনে সঙ্গে সঙ্গে চোরেদের আটকানোর চেষ্টা করেন ওই স্কুলের নাইট গার্ড। স্কুলের নাইট গার্ড চলে আসায় চোরেরা এলাকা থেকে চম্পট দেয় এবং বেশ কিছু রান্নার সামগ্রী নিয়ে পালায়। তবে নাইট গার্ডের তৎপরতায় গ্যাস সিলিন্ডার সহ অন্যান্য সামগ্রী চুরি হওয়া থেকে রক্ষা পাওয়া যায়। অবশ্য এই ঘটনায় পুলিশ তদন্তে মাত্র কয়েক ঘন্টার মধ্যে দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।