Birbhum News- সেচ দফতরের অস্থায়ী নিরাপত্তারক্ষীদের বেতন বাকি, বিক্ষোভ সিউড়িতে।

Bangla Digital Desk | News18 Bangla | 12:50:22 PM IST Jan 18, 2022

#বীরভূম : একটি বেসরকারি সংস্থার আওতায় বীরভূমের সেচ দফতরের ২১ জন কর্মীর ছয় মাসের বেতন বাকি। ঐ সকল কর্মীরা ম্যাসাঞ্জোর জলাধারে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত। বেতন না পাওয়ায় এদিন ওই সংস্থার একজন প্রতিনিধি বীরভূমের সিউড়ির ময়ূরাক্ষী সেচ দফতরে এলে, তাকে আটক করে বিক্ষোভ দেখানো হয়।

লেটেস্ট ভিডিও