মাধব দাস, বীরভূম : ফেক সোনার কয়েন বিক্রি করে প্রতারণা চক্রের ঘটনায়, বীরভূম জেলা পুলিশ তদন্তে নেমে এক অভিযুক্তকে গ্রেফতার করে। পাশাপাশি উদ্ধার করল তিন লক্ষ টাকা। ঘটনার সূত্রপাত সোমবার। হাওড়ার এক ব্যক্তি পুরাতন সোনার কয়েন বিক্রির চক্রে পা দিয়ে, নানুর থানার অন্তর্গত একটি এলাকায় সাড়ে চার লক্ষ টাকার ফেক কয়েন কেনেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই ব্যক্তি যখন জানতে পারেন এই কয়েনগুলি নকল, তখন সঙ্গে সঙ্গে তিনি নানুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের করার পর পুলিশ তদন্তে নেমে বীরভূমের সাঁইথিয়ার কল্যাণপুরের বাবু সেখ নামে এক অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ওই অভিযুক্তকে গ্রেফতার করার পর তাকে জিজ্ঞাসাবাদ করে প্রথমে এক লক্ষ টাকা এবং পরে আরও দুই লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী জানিয়েছেন, এমন ঘটনায় আমরা বারংবার প্রচার চালালেও অনেকেই এই ফাঁদে পা দিচ্ছেন। তবে এই ঘটনায় আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করে একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং অধিকাংশ প্রতারিত অর্থ উদ্ধার করতে পেরেছি। এছাড়াও তিনি জানিয়েছেন, এখনো পর্যন্ত বিগত কয়েক মাসের ১৭ থেকে ১৮ জনকে এমন প্রতারণা ঘটনায় গ্রেফতার করা হয়েছে।