ইদের আগে বীরভূমের বাজারঘাট, মহিলাদের মেহেন্দি সাজ

Bangla Editor | News18 Bangla | 08:43:06 PM IST May 13, 2021

ইদের আগে রাজগ্রামের বাজারে উপচে পরা ভিড় রাত পোহালেই ইসলাম ধর্মাবলম্বীদের সব থেকে বড়ো উৎসব ইদ। তবে এবারো গত বছরের মত ইদের নামাজ পড়তে হবে বাড়িতে করোনার ভাইরাসের জন্য| সরকারি নির্দেশ মত পঞ্চাশ জন করে ছোট ছোট জমায়েত করে নামাজ পড়তে হবে। কিন্তু এদিন ইদের আগে ভিড় উপচে পড়লো রাজগ্রাম বাজারে। তবে অধিকাংশ মানুষের মুখে নেই মাস্ক। নেই কো দূরত্ব বিধি। ইদের আগেই সিউড়িতে নিয়ম মেনে বেচাকেনা করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে মানুষের মধ্যে আতঙ্ক বেড়েছে। তবে আতঙ্ক বাড়লেও উৎসবে অংশগ্রহণ করতে হবে এটাই রীতি। আর সেই মোতাবেক যখন আগামীকাল ইসলাম ধর্মাবলম্বীদের সবথেকে বড় উৎসব ইদ। তার আগে সিউড়ি শহরের বিভিন্ন বাজারে সরকারি নির্দেশিকা এবং রীতিনীতি মেনে বেচাকেনা করতে দেখা গেল দোকানদার ও খরিদদারদের। ইদের হাতে মেহেন্দি, সাজছেন মহিলারা দীর্ঘ এক মাস রমজান মাস পালন করার পর ইসলাম ধর্মাবলম্বীদের সবথেকে বড় উৎসব ইদ। আর এই খুশির ইদকে কেন্দ্র করে সকলেই আনন্দে কাটাতে চান। তবে চলতি বছর করোনা প্রকোপের কারণে সেই আনন্দে ভাটা পড়েছে। কিন্তু তা হলেও মহিলারা মেতেছেন নিজেদের সাজিয়ে তুলতে। তারা ইদের আগের দিন থেকেই হাতে মেহেন্দি নিতে শুরু করেছেন। এমনই এক ছবি ধরা পড়লো বীরভূমের রাজগ্রামে। যেখানে শারমিনা মমতা নামে এক দ্বিতীয় বর্ষের ছাত্রী এলাকার কচিকাঁচাদের হাতে মেহেন্দি লাগিয়ে দিচ্ছেন।

লেটেস্ট ভিডিও