করোনাকালে আমজনতার পাশে দাঁড়াল রামপুরহাটের মমতাময়ী মানবিক স্টল

Bangla Editor | News18 Bangla | 01:47:29 PM IST May 14, 2021

একদিকে করোনা পরিস্থিতি অন্যদিকে এই করোনাকে ঠেকাতে আংশিক লকডাউন। এই দুইয়ের যাঁতাকলে পরে দিন দিন বেহাল অবস্থা হয়ে পড়ছে খেটে খাওয়া মানুষগুলির। আর তাঁদের কথা মাথায় রেখে রামপুরহাটের মমতাময়ী মানবিক স্টল নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে ইসলাম ধর্মাবলম্বীদের সবথেকে বড় উৎসব ঈদের আগে প্রায় ৩০০ জন মানুষকে নতুন পোশাক বিতরণ করা হল। তবে শুধু ঈদের আগে নয় সারা বছর এই স্টল থেকে নতুন পুরাতন জামা-কাপড় পেয়ে থাকেন এলাকার চাহিদাসম্পন্ন মানুষেরা। কিন্তু বছরের দু’টি সময় অর্থাৎ দুর্গাপুজো এবং ঈদের মুহূর্তে নতুন পোশাক দেওয়া হয়ে থাকে। এর পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে এই স্টলের উদ্যোক্তারা সাধারণ মানুষদের পাশে দাঁড়াতে চিকিৎসা সহ অন্যান্য সামগ্রী প্রদান করে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। রামপুরহাটের স্থানীয় বাসিন্দারা বর্তমান পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়েছেন।

লেটেস্ট ভিডিও