টেট উত্তীর্ণদের চাকরির দাবিতে ডেপুটেশন

Bangla Editor | News18 Bangla | 12:12:10 PM IST Sep 01, 2021

মাধব দাস, বীরভূম : ২০১৪ সালে টেট উত্তীর্ণ হয়েছেন এবং ডিএলএড প্রশিক্ষণ প্রাপ্ত হওয়া সত্ত্বেও চাকরি না পাওয়ায় বীরভূম জেলা শাসকের কাছে একটি ডেপুটেশন জমা দিলেন চাকরিপ্রার্থীরা। বিধায়কের পায়ে ধরে বাড়ি প্রার্থনা সিউড়ির বাসিন্দার দুয়ারে সরকার কর্মসূচির পরিদর্শনে আসা বিধায়কের পা ধরে বাড়ি চাইলেন সিউড়ির ১২ নম্বর ওয়ার্ডের নুরাই পাড়ার এক বাসিন্দা হরি মণ্ডল। তিনি জানিয়েছেন তার কেবলমাত্র একটি ত্রিপল দেওয়া বাড়ি রয়েছে। পথ নিরাপত্তায় সচেতনতা বাড়াতে সিউড়ি জিআরপির অভিনব উদ্যোগ বাইক আরোহীরা যাতে হেলমেট পড়ে বাইক চালান, সকলে যেন সুরক্ষিতভাবে যানবাহন চালানোর জন্য সিউড়ি জিআরপির তরফ থেকে সিউড়ি হাটজান বাজার রেল গেটের কাছে পথ চলতি মানুষদের সচেতন করার জন্য একটি অভিনব উদ্যোগ নিল। যে উদ্যোগ অনুযায়ী তারা যে সকল বাইক চালকরা হেলমেট পরেন নি তাদের একটি করে ফুল এবং একটি করে চকলেট দিয়ে হেলমেট পরার অনুরোধ করলেন।

লেটেস্ট ভিডিও