Birbhum News- করোনাকালে বন্ধ স্কুল, ইঁট ভাটায় কর্মরত পরিবারের শিশুদের শিক্ষা দিচ্ছে যুবক-যুবতীরা।

Bangla Digital Desk | News18 Bangla | 07:53:45 PM IST Jan 15, 2022

#বীরভূম : করোনার তৃতীয় ঢেউয়ে  ওমিক্রন সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে দিন দিন, স্কুল কলেজ বন্ধ। এমন অবস্থায় আর্থিক ভাবে পিছিয়ে পড়া শিশুদের পড়াশোনায় যেন অসুবিধা না হয়, তার জন্য সিউড়ি শহরের এক সমাজ সেবী সংগঠন পরিবার ওয়েলফেয়ার সোসাইটির যুবক যুবতীরা শিক্ষা প্রদান করছেন। সিউড়ির নিকটবর্তী খটঙ্গা গ্রামের ইঁট ভাটায় কর্মরত পরিবারের শিশুদের প্রতিদিন শিক্ষা দেওয়ার এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে পরিবারের পাঠশালা।

লেটেস্ট ভিডিও