Birbhum: করোনা আক্রান্তদের জন্য পৌরসভার বিশেষ উদ্যোগ

Bangla Digital Desk | News18 Bangla | 10:17:33 AM IST Jan 15, 2022

মাধব দাস, বীরভূম: রাজ্যের পাশাপাশি বীরভূম জেলায় প্রতিনিয়ত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির দিকে তাকিয়ে এবার পৌরসভার তরফ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হলো। বোলপুর পৌরসভা তরফ থেকে জানানো হয়েছে, তাদের তরফ থেকে একটি হেল্পলাইন নম্বর চালু করা হচ্ছে। যে নম্বরে ফোন করলে যে কোন ধরনের সহযোগিতা এবং সাহায্য পাবেন করোনা আক্রান্ত রোগীরা। এমনটাই জানিয়েছেন বোলপুর পৌরসভার প্রশাসক পর্ণা ঘোষ। এর পাশাপাশি জানানো হয়েছে, যদি কোন বাড়িতে প্রত্যেকে করোনা আক্রান্ত হয়ে থাকেন এবং রান্না করা সম্ভব না হয় সে ক্ষেত্রে ওই নম্বরে ফোন করলে তাদের বাড়িতে সম্পূর্ণ বিনামূল্যে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হবে। বোলপুর পৌরসভার প্রশাসক পর্ণা ঘোষ জানিয়েছেন, "মা ক্যান্টিনে প্রতিদিন রান্না হয়। সেই ক্যান্টিনের রান্না করা খাবারই পৌঁছে দেওয়া হবে যারা আক্রান্ত তাদের বাড়িতে।"

লেটেস্ট ভিডিও