Bengal News| Fraud case: সিকিউরিটি গার্ডের চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, আটক এক

Bangla Digital Desk | News18 Bangla | 09:37:09 AM IST Oct 27, 2021

মাধব দাস, বীরভূম : সিউড়ির একটি বেসরকারি হাসপাতালে সিকিউরিটি গার্ডের চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর সিউড়ি থানার পুলিশ এসে ওই অভিযুক্তকে আটক করে নিয়ে যায়। নামি এক সংস্থার নাম ব্যবহার করে নকল জল বিক্রির অভিযোগ মল্লারপুরে এক সংস্থার স্টিকার নকল করে জল সরবরাহ করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক যুবক।ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুরে। জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর, আহত আরও এক বীরভূমের সিউড়ি শহরের পাশ দিয়ে যাওয়া ১৪ নং জাতীয় সড়কে মিনিস্টিলের কাছে একটি পেট্রোল পাম্প পেরিয়ে একটি সরকারি বাসের সঙ্গে একটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক বাইক আরোহীর। এই দুর্ঘটনায় আরও এক বাইক আরোহী গুরুতর আহত অবস্থায় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে মঙ্গলবার দুপুর বেলা ওই বাইকে দুজন সিউড়ির দিক থেকে দুবরাজপুরের দিকে যাচ্ছিলেন। ঠিক সেই সময়ই দুবরাজপুরের দিক থেকে একটি সরকারি বাস আসছিল। তখনই ওই জাতীয় সড়কে পেট্রোল পাম্পটি পেরিয়েই তাদের মুখোমুখি সংঘর্ষ বাধে। এরপরে ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের এবং আরেকজনকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে শিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠান। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিউড়ি থানার বিশাল পুলিশবাহিনী। যদিও মৃত্যু এবং আহত ওই দুজনের পরিচয় এখনো জানা যায়নি।

লেটেস্ট ভিডিও