Video : চলন্ত মোটর বাইকে আগুন, হুলুস্থুল কাণ্ড সিউড়িতে

Bangla Digital Desk | News18 Bangla | 05:27:48 PM IST Oct 02, 2021

মাধব দাস, বীরভূম : শনিবার সিউড়ি এস পি মোড়ের রাস্তায় এক যুবক একটি মোটরবাইক নিয়ে যাচ্ছিলেন। সেই সময় বামদেব ক্লাবের সামনে হঠাৎ সেই মোটর বাইকের স্টার্ট বন্ধ হয়ে যায়। স্টার্ট বন্ধ হতেই হঠাৎ ওই মোটরবাইক থেকে ধোঁয়া বের হতে শুরু করে। তারপরেই আগুন ধরে যায় মোটরবাইকে। ঘটনার সঙ্গে সঙ্গে এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও সম্ভব হয়নি। অবশেষে দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নেভায়। তবে ততক্ষণে সেই মোটরবাইক পুড়ে ছাই হয়ে গিয়েছে। গান্ধীজীর জন্ম জয়ন্তী উপলক্ষে রক্তদান শিবির জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫২ তম জন্মজয়ন্তী উপলক্ষে শনিবার বীরভূম জেলা স্কুলে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। যেখানে বহু রক্তদাতাকে আজকে রক্তদান করতে দেখা যায়। এদিনেই রক্তদান শিবিরে উপস্থিত হন বীরভূম জেলা শাসক বিধান রায়, সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী, সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে সুপার শোভন দে সহ বিশিষ্টজনেরা।

লেটেস্ট ভিডিও