করোনাকালে সরকারি নির্দেশ মেনে বাড়ির ছাদে ইদের নামাজ সিউড়িতে

Bangla Editor | News18 Bangla | 01:48:18 PM IST May 14, 2021

করোনাকালে সরকারি নির্দেশ মেনে বাড়ির ছাদে ইদের নামাজ সিউড়িতে বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে প্রশাসনের তরফ থেকে ইসলাম ধর্মাবলম্বীদের ইদ পালনের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। বিধি-নিষেধের মধ্যে অন্যতম হলো জমায়েত করে নামাজ না পড়া, সর্বোচ্চ ৫০ জনকে নিয়ে নামাজ পড়া। আর এই পরিস্থিতিতে বীরভূমের সিউড়ির ৫ নম্বর ওয়ার্ডের ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা বাড়ির ছাদে ইদের নামাজ পড়লেন। মহামারীর কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানান তারা।

ইদের খুশিতে মাতলো রাজগ্রাম বীরভূমের বিভিন্ন প্রান্তে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ঝড়ের গতিতে। আর এমত অবস্থায় ইসলাম ধর্মাবলম্বীদের ইদ। যে কারণে ইদের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে সরকারের তরফ থেকে। আর সেই সকল বিধিনিষেধ এবং নির্দেশিকা মেনে বীরভূমের রাজগ্রাম মেতে উঠল ইদের আনন্দে। এদিন সকাল থেকেই এলাকার কচিকাঁচাদের আনন্দে মাতোয়ারা হতে দেখা যায়। পাশাপাশি সরকারি নির্দেশিকা মেনি স্থানীয়দের ঈদগাহ ময়দান ছেড়ে ৫০ জন নিয়ে পাড়ার মসজিদে এবং বাড়িতে নামাজ পড়তে লক্ষ্য করা যায়।

লেটেস্ট ভিডিও