Birbhum News: একাধিক দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন AIKKMS-এর

Bangla Digital Desk | News18 Bangla | 01:05:58 PM IST Nov 17, 2021

মাধব দাস, বীরভূম: একাধিক দাবি-দাওয়া নিয়ে জেলা খাদ্য নিয়ামক কে ডেপুটেশন জমা দিলেন SUCI-এর কৃষক সংগঠন AIKKMS। তাদের যে সকল দাবি দেওয়া রয়েছে তার মধ্যে অন্যতম হলো ব্লক এবং পঞ্চায়েত স্তরে আরো বেশি করে কৃষকদের ধান বিক্রি করার জন্য নাম নথিভূক্তি কেন্দ্র এবং ধান কেনার কেন্দ্র তৈরি করা এবং ক্ষুদ্র থেকে বৃহত্তর চাকরির কাছ থেকেই যেন সরকারি ন্যায্যমূল্য ধান কেনা হয়।

WBMGNREGA-এর কর্মীদের ডেপুটেশন

WBMGNREGA-এর আওতায় থাকা কর্মীরা যাতে দ্রুত তাদের বেতন নিয়ে যে সমস্যা চলছে সেই সমস্যা দূর হয় তার জন্য তাদের একটি প্রতিনিধিদল সিউড়িতে বীরভূম জেলা এডিএমকে একটি ডেপুটেশন জমা দিলেন। তাদের দাবি অবিলম্বে বেতন সংক্রান্ত যে সমস্যা চলছে তা যেন দ্রুত সমাধান করা হয়।

রাজ্যের পাশাপাশি বীরভূমে চালু হলো দুয়ারে রেশন প্রকল্প

মঙ্গলবার রাজ্যজুড়ে চালু হলো দুয়ারে রেশন প্রকল্প। রাজ্যের পাশাপাশি দিন বীরভূমের এই প্রকল্প চালু হলো।

লেটেস্ট ভিডিও