মৃত ব্যক্তির নামে রেশন, দুর্নীতির অভিযোগ মুরারইয়ে

Bangla Editor | News18 Bangla | 01:03:11 PM IST Aug 06, 2021

মাধব দাস, বীরভূম : মুরাইয়ের বিজয় কেশরী নামে ব্যক্তির মা পার্বতী কেশরী প্রায় সাড়ে তিন বছর আগে মারা গেছেন। কিন্তু হঠাৎ এদিন তার ছেলে রেশন আনতে গেলে তার মায়ের নামে রেশন দেওয়া হয়। এই ঘটনার পরেই বিজয়ী কেশরী প্রতিবাদ জানান এবং বলেন তাহলে এই সাড়ে তিন বছর ধরে তার মায়ের নামে বরাদ্দ রেশন কোথায় যাচ্ছিল? রেশন নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছেন তিনি। রক্ত সংকট মেটাতে বীরভূমের গ্রামে গ্রামে  ভ্রাম্যমাণ রক্তদান শিবির রক্তের সংকট মেটাতে বীরভূম ভলান্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় যে ভ্রাম্যমাণ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, তা এখন গ্রামে গ্রামে ছুটে চলেছে। এদিন লাভপুরের কুনিয়াড়ায় ভ্রাম্যমাণ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরের জন্য এই এলাকায় পৌঁছে যায় রক্ত সংগ্রহকারী বাতানুকূল বাসটি। অনুমতি ছাড়াই মদ বিক্রি করার অপরাধে গ্রেপ্তার এক পাইকর থানার অন্তর্গত পাইকর বাসস্ট্যান্ডের কাছে পাইকর থানার পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল। তার বিরুদ্ধে অভিযোগ অনুমতি ছাড়াই মদ বিক্রি করার। তার কাছ থেকে ৬০ বোতল দেশি এবং চার বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম আতাউল শেখ। তিনি কাশিমনগরের বাসিন্দা।

লেটেস্ট ভিডিও