তারাপীঠের হোটেল থেকে উদ্ধার যুবতীর মৃতদেহ, দানা বাঁধছে রহস্য

Bangla Editor | News18 Bangla | 04:11:34 PM IST Jul 29, 2021

, বীরভূম : বৃহস্পতিবার তারাপীঠের একটি বেসরকারি হোটেলের কামরা থেকে এক যুবতীর মৃতদেহ উদ্ধার হলো। ঘটনাকে কেন্দ্র করে রহস্য দানা বাঁধতে শুরু করেছে। মৃত যুবতীর নাম রুবিনা খাতুন। তার বাড়ি মুর্শিদাবাদের ওমরহ এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান ওই যুবতীকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। মোহনবাগান দিবস পালিত হলো সিউড়িতে সিউড়িতে সিউড়ি মেরিনার্সের উদ্যোগে সিউড়ির রবীন্দ্রপল্লীতে পালিত হল মোহনবাগান দিবস। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস পালিত হল সিউড়িতে অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটি বৃহস্পতিবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস পালন করলো। এই দিনটিকে তারা পালন করার সাথে সাথে কেন্দ্র এবং রাজ্য সরকারের শিক্ষা নিয়ে অবহেলিত মনোভাবের বিরুদ্ধে সোচ্চার হলেন। তাদের অভিযোগ দুই সরকারই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সার্বজনীন শিক্ষার যে প্রয়াস তা অনুসরণ করছে না।

লেটেস্ট ভিডিও