পর্যটকদের হোটেলে থাকতে লাগবে করোনা নেগেটিভ রিপোর্ট, নয়া নির্দেশিকা বীরভূম জেলা প্রশাসনের

Bangla Editor | News18 Bangla | 12:28:56 PM IST Jul 23, 2021

মাধব দাস : বীরভূমের শান্তিনিকেতন, তারাপীঠ ও কঙ্কালীতলায় আগত পর্যটকদের করোনা র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করার সিদ্ধান্ত আগেই নিয়েছে বীরভূম জেলা প্রশাসন। এর পাশাপাশি এদিন বীরভূমের শান্তিনিকেতন থানা ও রামপুরহাট থানার উদ্যোগে পর্যটকদের জন্য RTPCR টেস্টের উপর জোর দেওয়ার জন্য হোটেল মালিক কর্তৃপক্ষের সঙ্গে একই বৈঠক আয়োজন করা হয়। দু'দুটি তীব্র বিষধর সাপ উদ্ধার সিউড়িতে মাত্র কয়েক ঘন্টার মধ্যে সিউড়ির দূর্গাপুর গ্রাম এবং তিলপাড়া জলাধারের সেচ দফতরের অফিস চত্বর থেকে পরপর দুটি তীব্র বিষধর শাঁখামুটি (রাজ সাপ) উদ্ধার করা হলো। দুটি ক্ষেত্রেই ঘরে ও অফিস চত্বরে সাপ ঢুকে পড়ায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। তিলপাড়া জলাধারের সেচ দফতরের অফিস থেকে উদ্ধার করা সাপটি বিশালাকৃতির (প্রায় ৬ ফুট)। সাপ দুটিকে শুক্রবার বন দফতরের সহযোগিতায় অনুকূল পরিবেশ পুনর্বাসন দেওয়া হবে। প্রেরণা ওয়েলফেয়ার সোসাইটি এবং রামপুরহাট গভারমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগিতায় স্বাস্থ্য শিবির প্রেরণা ওয়েলফেয়ার সোসাইটি এবং রামপুরহাট গভারমেন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল যৌথভাবে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং বিনামূল্যে ঔষধ প্রদান কর্মসূচী গ্রহণ করল। এই কর্মসূচি গ্রহণ করা হয় ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের অন্তর্গত ডাবুক গ্রাম পঞ্চায়েতের হাজিপুর গ্রামে।

লেটেস্ট ভিডিও