Birbhum News- করোনা আবহে ফিকে হয়ে পড়লো দুবরাজপুরের দরবেশ পাড়ার বাউল উৎসব।

Bangla Digital Desk | News18 Bangla | 05:10:06 PM IST Jan 21, 2022

#বীরভূম : রীতি মেনে গত ৫৫০ বছর ধরে এই বাউল, ফকির ও লোকগীতির আসর অনুষ্ঠান হয়ে আসছে। বীরভূমের দুবরাজপুরের পাহাড়েশ্বর বা মামাভাগ্নে পাহাড়ের পাশেই রয়েছে দরবেশ পাড়া। এই দরবেশ পাড়াতেই রয়েছে সাধক পুরুষ অটল বিহারী দরবেশের সমাধি। রীতি মেনে অর্থাৎ সাধক পুরুষ অটল বিহারী দরবেশের সমাধিস্থলে প্রতিবছর তিনদিন বসে বাউল গানের আসর। অন্যান্য বছর এই আসরে অংশগ্রহণ করেন অজস্র বাউল শিল্পীরা। তবে এবার মন ভাল নেই দুবরাজপুরের দরবেশ পাড়ায়। ওমিক্রনের প্রভাবে দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। চলছে সরকারি বিধিনিষেধও। এই বছর জয়দেব কেঁদুলি মেলাতে বা পুণ্যস্নান করতে, খুব কম সংখ্যকই পুণ্যার্থীরা এসেছিলেন।

লেটেস্ট ভিডিও