দিন কয়েকের নিম্নচাপের বৃষ্টিতে ফের ক্ষতির আশঙ্কা বীরভূমে

Bangla Digital Desk | News18 Bangla | 12:51:15 PM IST Oct 21, 2021

মাধব দাস, বীরভূম : চলতি বছর বর্ষার মরশুমে প্রথম দিকেই বন্যার সম্মুখীন হয়েছে বীরভূমের লাভপুর ব্লকের বিভিন্ন এলাকা। আর এবারও দিন কয়েকের নিম্নচাপের বৃষ্টিতে নতুন করে বন্যার ভ্রুকুটি দেখা দিয়েছে লাভপুর ব্লকের বিস্তীর্ণ এলাকায়। কুয়ে নদীর জল বাড়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। ব্রাহ্মণী নদীতে জল বাড়ায় যাতায়াত বন্ধ দেবগ্রাম ঘাটের কজওয়েতে ব্রাহ্মণী নদীতে জল বাড়ার কারণে দেবগ্রাম ঘাটের কাছে থাকা কজওয়ে জলের তলায় চলে যাওয়ায় স্বাভাবিক যাতায়াত বন্ধ হয়ে গিয়েছে।

লেটেস্ট ভিডিও