১০০ গ্রাম হেরোইন সহ দুবরাজপুরে গ্রেফতার এক

Bangla Editor | News18 Bangla | 03:21:42 PM IST Aug 02, 2021

মাধব দাস, বীরভূম : গোপন সূত্রে খবর পেয়ে দুবরাজপুর থানার পুলিশ এবং সিআই চন্দ্রপুরের যৌথভাবে অভিযান চালিয়ে দুবরাজপুর থানার অন্তর্গত নিরাময় কোভিড হাসপাতালের কাছের জঙ্গল থেকে এক যুবককে গ্রেপ্তার করা হয়। ওই যুবকের কাছ থেকে পাওয়া যায় ১০০ গ্রাম হেরোইন। যার বাজার মূল্য আনুমানিক দেড় লক্ষ টাকা। ধৃতের নাম শেখ জাহির হোসেন। প্রতিবেশীদের দরজা বন্ধ করে দুঃসাহসিক চুরি বোলপুরে বোলপুর থানার অন্তর্গত ১৫ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা শ্যামাপ্রসাদ বাগদি তার চিকিৎসার জন্য বাইরে যান। তিনি তার বাড়ির দেখভালের জন্য তার ভাইকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। তার ভাই ঠিক শ্যামাপ্রসাদ বাগদির বাড়ির পাশেই বসবাস করেন। তবে গতকাল রাতে কারোর কিছু টের পাওয়ার আগেই চোরের দল ওই বাড়ি থেকে সোনার গয়না, নগদ টাকা সহ অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে যায়। চুরির এই কাজটি করা হয় প্রতিবেশীদের দরজায় ছিটকানি লাগিয়ে। বীরভূম পুলিশের ফ্রেন্ডশিপ ডে পালন ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে রবিবার বীরভূম জেলা পুলিশ একটি প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করে। তারা এই দিনটি উপলক্ষে বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত পুরন্দরপুরে অবস্থিত আনন্দধারা হোমে বিশেষভাবে সক্ষমদের সাথে দিনটি পালন করলেন।

লেটেস্ট ভিডিও