মাধব দাস, বীরভূম : বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে বীরভূমের ১১৫ জন ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া হল স্টুডেন্ট ক্রেডিট কার্ড। এদিনেই স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়ার কাজ করা হয় বোলপুর, সিউড়ি এবং রামপুরহাট মহকুমায়। সিউড়ি মহাকুমায় বীরভূম জেলা প্রশাসন ভবনে বীরভূম জেলা শাসক বিধান রায় ৫৮ জন ছাত্রছাত্রীর হাতে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেন।
বীরভূমের কোমা গ্রামের ঐতিহ্যবাহী রাস উৎসব
মাধব দাস, বীরভূম : বীরভূমের সিউড়ি নিকটবর্তী গ্রাম কোমা গ্রামের রাস উৎসব হলো ঐতিহ্যবাহী রাস উৎসব। রাস উৎসবকে কেন্দ্র করে এখানে তিনদিন ধরে চললো মেলা।
বীরভূমের খয়রাশোলের ভিমগড়ের গোস্বামী বাড়ীর রাস উৎসব
বীরভূম জেলার খয়রাশোল থানার ভীমগড় গোস্বামী বাড়ীর রাধাগোপীনাথের রাসযাত্রা উৎসব ৬৫৩ তম বর্ষ পেরোলো। পরিবার সূত্রে জানা যায় ছয় পুরুষের আগে কোনো সময় এখানে শুরু হয়েছিল রাস উৎসব।
তৃণমূলের বিজয়া সম্মেলনী দুবরাজপুরে
বীরভূমের দুবরাজপুরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আয়োজিত হল বিজয়া সম্মেলনী।