Bangla News|| মধ্যমগ্রাম-বারাসাত কালীপুজো কমিটিদের নিয়ে বৈঠক বারাসাত পুলিশ সুপারের

Bangla Digital Desk | News18 Bangla | 05:06:14 PM IST Oct 23, 2021

#বারাসত: মধ্যমগ্রাম ও বারাসতের বড় কালিপুজো কমিটিদের নিয়ে বারাসয় ময়না পুলিশ সুপার অফিসে বৈঠক। দুর্গাপুজোর মত কালিপুজোয় থাকছে মহামান্য আদালতের নির্দেশ ও সরকারী সবরকম কোভিডবিধি মেনে পুজো করতে হবে। এই বৈঠকে পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জি সহ অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর, বারাসত পৌর প্রশাসক সুনিল মুখার্জি এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। মূলত এই বৈঠকে কালিপুজো কমিটিদের মণ্ডপ তৈরির আগেই কোভিড প্রটোকল মেনে যাবতীয় আয়োজন করা হয় তার আগাম বার্তা দেওয়া হয়। কারণ মন্ডপ তৈরি করার পর প্রশাসনিক গাইডলাইন না মানা হলে পরবর্তীতে পুজো কমিটিরা সমস্যায় পরতে পারে,তার জন্যই আগে থেকেই প্রত্যেক পুজো কমিটিকে সতর্ক করা হল। গত বছরের মত প্রশাসনের নির্দেশ অনুযায়ী, কোভিড স্বাস্থ্য বিধি মেনেই প্রত্যেক পুজো কমিটি পুজো করবে বলেও জানান।

#নিউটাউন: গত পরশু দিন রাতে রেস্টুরেন্টের কাজ শেষ করে বাড়ি ফিরছিল জগৎপুর এর বাসিন্দা এক তরুণী। নিউটাউন গোল বিল্ডিংয়ের কাছে আসতেই বাইকের ওপর বসে থাকা দুই যুবক প্রথমে তরুণীকে কটূক্তি করে।এর পর ওই কথা শুনে প্রতিবাদ করতে এলে ওই তরুণীকে অশালীন মন্তব্য করতে থাকে।তরুণী মোবাইলে ছবি তুলতে গেলে বাধা দেয়। এর পর মোবাইল শুদ্ধ তার হাত ধরে বাইক স্টার্ট করে এগিয়ে যায় দুষ্কৃতী। যার ফলে ওই তরুণীকে কিছুটা টানতে টানতে নিয়ে যায়। হাত ছেড়ে দিলে পরে গিয়ে অল্পবিস্তর আহত হয়।গতকাল নিউটাউন থানায় অভিযোগ দায়ের করলে নিউটাউন এলাকা থেকে ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।আজ তাদের বারাসাত কোর্টে তোলা হবে। অভিযুক্তের নাম রাজু মজুমদার ও সবুজ শীল।

লেটেস্ট ভিডিও